তাড়াশে কৃষি প্রনোদনা বিতরণ

Spread the love

লুৎফর রহমান :কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রনোদনার আওতায় তাড়াশে চলতি মৌসুমে ১শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সারও মাশকালাই বীজ বিতরণ করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজামান মনি প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা,কৃষি সম্পসারণ কর্মকর্তা নাগিব মাহফুজ, তাড়াশ উপজেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান , ইউপি সদস্য আতাহার আলী, ও ইলিয়াস উদ্দিন প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন সরকার নানারকম প্রদক্ষেপ গ্রহন করে চলেছেন। ফলে কৃষক পরিবারের ছেলে মেয়েরা পড়া লেখা করে উচ্চ শিক্ষিত হয়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজে শিক্ষক হিসেবে চাকরি করতে সক্ষম হচ্ছেন।তিনি আরো বলেন, আগে সারের জন্য কৃষক জমি চাষ করতে সমস্যায় পড়তে হতো। এখন সার পেতে কোন সমস্যা হচ্ছেনা । চলতি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ১শ জন কৃষকদের মাঝে প্রনোদনার আওতায় এক বিঘা জমি চাষ করার জন্য বিনামূল্যে ৫ কেজি মাশকালাই,১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার, বিতরণ করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD