সাঈদ সিদ্দিক :যুব সমাজের শারীরিক এবং মানসিক সক্ষমতা বৃদ্ধি, অবসর সময় চিত্ত বিনোদনের জন্য যুব সমাজকে মাদক বা অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখার জন্য এবং আবহমানকালের গ্রাম বাংলার ফুটবল খেলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামের যুব সমাজের উদ্যোগে “ধারাবারিষা ফুটবল একাডেমি” কে ফুটবলের উপকরণ হিসেবে (নাটোর – নওগাঁ, ৩৪৩) মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য রত্না আহমেদ এমপি তার নিজ বাসভবনে একাডেমির সহসভাপতি মোঃ মাসুদুর রহমান, কোচ মোঃ ইলিয়াস কাঞ্চন, অত্র একাডেমির অধিনায়ক মোঃ আরিফুল ইসলামের হাতে ৬টি ফুটবল তুলে দেন।
রবিবার সকালে খেলার এ উপকরণ তুলে দিতে গিয়ে তিনি বলেন, ধারাবারিষা ফুটবল একাডেমিকে সাধুবাদ জানাই। দোয়া করি তোমরা একসময় দেশ ও এলাকার নামটি উজ্জ্বল করবে। তবে তোমরা তোমাদের অনুশীলন অব্যাহত রাখবে। আমি সব সময় তোমাদের পাশে আছি।
এমন একটি সময়ে এধরনের মহতী উদ্দ্যোগের সহযোদ্ধা ও দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছেন একজন তরুণ রাজনীতিবিদ আহম্মদ আলী মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন মোঃ বদিউজ্জামান ফারুক। এ একাডেমিতে রেজিস্ট্রেশনকৃত খেলোয়াড় সংখ্যা ৭৮ জন। খেলোয়াড়দের অনুশীলনের সুবিধার জন্য মোঃ ইলিয়াস কাঞ্চন কে কোচ এবং মোঃ মনিরুল ইসলাম কে সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া একাডেমির ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করছেন ডাঃ মোঃ আক্তারুজ্জামান লিটন।
এলাকার গণ্যমান্য ব্যক্তিদের প্রতি ফুটবল একাডেমি কর্তৃপক্ষের আবেদন আপনারা এগিয়ে আসুন আমরা সবার সার্বিক সহযোগিতায় একাডেমিকে এগিয়ে নিতে চাই। সবার সহযোগিতা ছাড়া এতবড় প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয় বিধায় সকল ক্রীড়ামোদি পৃষ্ঠপোষকদের ধারাবারিষা ফুটবল একাডেমির পাশে দাঁড়ানোর জন্য সবিনয় অনুরোধ।