সলঙ্গায় মওলানা তর্কবাগীশের ৩৪তম মৃত্যু বার্ষিকী পালিত

Spread the love

জি,এম স্বপ্না : সলঙ্গা সমাজকল্যাণ সমিতি ও মওলানা তর্কবাগীশ পাঠাগারের উদ্যোগে ব্রিটিশ বিরোধী ঐতিহাসিক রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহের নেতৃত্ব দানকারী মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশের ৩৪তম মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে সলঙ্গা কদমতলা মওলানা তর্কবাগীশ পাঠাগারে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাঠাগারের সহ সভাপতি আব্দুল হান্নান নান্নুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পাঠাগারের আরেক সহ সভাপতি দেলোয়ার হোসেন আকন্দ,থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,যুগ্ম সম্পাদক মাসুদ বিন জলিল তরুন,আব্দুর রশিদ নতু সহ অনেকে। উল্লেখ্য, ১৯৮৬ সালের ২০ আগস্ট মহান এ নেতা মৃত্যু বরণ করেন।

আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং বাংলাদেশ গণআজাদী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন সভাপতি মওলানা তর্কবাগীশ।  ১৯০০ সালের ২৭শে নভেম্বর সিরাজগঞ্জ জেলার উল্লাাপাড়া উপজেলার (বর্তমানে সলঙ্গা থানা) তারুটয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বড়পীর হযরত আবদুল কাদির জিলানীর বংশধর। ১৯২২ সালে ২২ বছর বয়সে তিনি ব্রিটিশ বিরোধী ঐতিহাসিক ‘সলংগা আন্দোলন’-এ নেতৃত্ব দান করেন।  এই ‘সলংগা আন্দোলন’ ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে “রক্তসিঁড়ি” হিসেবে পরিচিত ৷ সলঙ্গার হাটে এ দিন বিলাতি পণ্য বর্জনের ডাক দেন তরুণ নেতা আব্দুর রশিদ। তার ডাকে সাড়া দেন সাধারণ মানুষ। বৃটিশ পুলিশ আব্দুর রশিদকে গ্রেফতার করেছে এমন খবরে ক্ষোভে ফুসে ওঠেন সলঙ্গা হাটের মানুষ। আন্দোলনরতদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ।এতে সাড়ে ৪ হাজার মানুষ নিহত হন। তাই সিরাজগঞ্জের কৃতি সন্তান মওলানা আবদুর রশীদ তর্কবাগীশের ৩৪ তম মৃত্যু বার্ষিকীর দিনটি প্রতি বছরই সলঙ্গাবাসী গভীর শ্রদ্ধার সাথে পালন করে থাকে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD