গোলাম মোস্তফা: গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাঙ্গচিত্রসহ হাস্যকর কমেন্টস করায় সিরাজগঞ্জের তাড়াশে ওই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে (১৮ আগষ্ট) মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ।
এ ঘটনায় অভিযুক্ত ওয়াশিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তাড়াশ ডিগ্রি কলেজ সংসদের সাবেক জি এস আবু হাসেমের বিরুদ্ধে (১৭আগষ্ট) সোমবার মানববন্ধন শেষে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান বাদী হয়ে তাড়াশ থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম।
এদিকে ছাত্রলীগের ওই বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুত, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামিম আহম্মেদ আকাশ, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবীর, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমূখ।
বক্তারা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, উপজেলার মোহাম্মাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন তার বিদ্যালয়ে গত ১৫ আগষ্ট শোক দিবস পালন করে ফেসবুকে ছবি পোষ্ট করে লেখেন “ নির্বাক ও বিনম্র শ্রদ্ধা ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস”। ওই শিক্ষকের পোষ্টে ওয়াশিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তাড়াশ ডিগ্রি কলেজ সংসদের সাবেক জি এস আবু হাসেম ব্যাঙ্গচিত্রসহ হাস্যকর কমেন্টস করেন। যা বঙ্গবন্ধুকেই কটাক্ষ করার সামিল।