লুৎফর রহমান : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাঙ্গক্তি করায় সিরাজগঞ্জের তাড়াশে সোমবার দুপুরে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার ওয়াশিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তাড়াশ ডিগ্রি কলেজ সংসদের সাবেক জি এস আবু হাসেমের বিরুদ্ধে ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় সকল শ্রেণি পেশার শতাধিক মানুষ।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আইয়ূবুর রহমান রাজনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার গাজী সাইদুর রহমান সাজু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ,সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, প্রাথমিক শিক্ষক সমিতিরি সাধারণ সম্পাদক সেরাজুল হক প্রমূখ।
বক্তারা বলেন, উপজেলার মোহাম্মাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন তার বিদ্যালয়ে গত ১৫ আগষ্ট শোক দিবস পালন করে ফেসবুকে ছবি পোষ্ট করে লেখেন “ নির্বাক ও বিন¤্র শ্রদ্ধা ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস”। ওই শিক্ষকের পোষ্টে ওয়াশিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তাড়াশ ডিগ্রি কলেজ সংসদের সাবেক জি এস আবু হাসেম ব্যাঙ্গক্তি করেন।
মানবনন্ধন শেষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহর বরাবর একটি অভিযোগ পত্র দেওয়া হয়।