পৃথিবীটা নষ্টের মূল মানুষ

Spread the love

আবদুর রাজ্জাক রাজু

এ পৃথিবীটা নষ্টের একমাত্র মূল মানুষ
মানুষ এর মাটি ও জলকে করেছে দূষিত
বায়ুকে করেছে বিষাক্ত বিবর্ণ
বনজঙ্গল করেছে উজার নিশ্চিহ্ন
শব্দকে করে তুলেছে অসহনীয়
শিল্পের নামে গোটা প্রতিবেশ করেছে কলুষিত
পরিবেশ করেছে বিপন্ন বিপর্যস্ত
সমগ্র জীববৈচিত্র্য করেছে নির্মমভাবে ধ্বংস
প্রাণ ও প্রকৃতিকে করেছে বিনষ্ট, বিধ্বস্ত
যুদ্ধ হানাহানি রক্তের হলি খেলায় আর
আনবিক সমরসজ্জায় বিশ^কে করেছে অস্থির অশান্ত।

তাই যুগে যুগে এসেছে সার্চ, মার্চ, জিকা, ইবোলা, বার্ডফ্লু
এবং ইদানিংকার নভেল করোনা ভাইরাসের
মতো আযাব গজব ও বালা মছিবত।
এগুলো মানুষের ভোগ-বিলাস উন্মাদনার প্রতিদান
এসব মানুষের অপরিণামদর্শীতার প্রতিফল
প্রকৃতিকে আঘাত করলে সেও প্রতিশোধ হানে
এই ভয়াল মহামারি তথা মানব সংকটের
জন্য মানুষের অপকর্মই সম্পূর্ণ দায়ি।

মানুষ পৃথিবীর নদ-নদী,খাল-বিল,পাহাড়-পর্বত
সমুদ্র , অরণ্য, পশুপাখি সব খেয়ে ফেলছে
রাক্ষসের মতো বা তার চেয়েও বিবেকহীনভাবে।

মহাকাশে নানা গ্রহ নক্ষত্র অনুসন্ধান আবিস্কারের
নামে সেখানেও জড়ো করেছে বিশাল জঞ্জাল
জলে-স্থলে আকাশে-বাতাসে, অন্তরীক্ষে কোথায় না
মানুষের নষ্টামি নেই। মানুষ মানবতা হারিয়ে আজ
দৈত্য-দানবের রুপ পরিগ্রহ করেছে।

মানুষ এ পৃথিবীকে গড়ে তোলার ও আরো সুন্দর
করার চেয়ে এর বিনাশ ও ক্ষতি করেছে বেশী
যেন প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে
মানুষ সম্ভবত এ পৃথিবীর কেয়ামত তথা
ধ্বংস প্রলয়ের জন্য নিজেরাই সহায়ক পটভূমি
তৈরী করে চলেছে। এর অস্তিত্ব ফেলেছে ঝুঁকি ও
হুমকির মুখে।করোনার আলামত সেই ভয়াবহ
পরিণামেরই ইঙ্গিত বহন করে। অনাগত দিনে
আরো কত করোনা আসবে তা কেউ কি জানে ?

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD