নিমগাছিতে রথযাত্রা

Spread the love

আব্দুল কুদ্দুস তালুকদার : পারলৌকিক মুক্তি কামনায় রথযাত্রায় অংশ নেয় সনাতন ধর্মের অনুসারীরা। রথপরি বামন বা জগন্নাথকে দেখতে পেলে জীবের আর পূণর্জন্ম হয় না শাস্ত্রমতে এমন বিশ্বাসকে ধারণ করে রথযাত্রা উৎসব উদযাপন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। গত বৃহস্পতিবার আষাঢ় মাসের শুক্লা তিথিতে শুরু হয় এই উৎসব ।আর একাদশ তিথিতে হবে প্রত্যাবর্তন । অর্থাৎ রথকে প্রথম দিন যেখান থেকে টেনে নিয়ে যাওয়া হয় আটদিন পর আবার সেখানে ফিরিয়ে আনা হয়, একে বলে উল্টোরথ। মানভঞ্জনের পর শ্রীকৃষ্ণের বৃন্দাবন ফেরত তিথিকে হিন্দুরা রথযাত্রা উৎসব হিসেবে উদযাপন করে। ভবিষ্যপূরাণে সূর্যদেবের রথযাত্রা, দেবী পূরাণে মহাদেবীর রথযাত্রা ও অন্যান্য শাস্ত্রে বিষ্ণুর রথযাত্রার কথা বর্ণিত হলেও পরে জগন্নাথ দেবের রথযাত্রার প্রধান কেন্দ্র হয়ে ওঠে উড়িষ্যার সমূদ্র তীরবর্তী পূরীধাম। এর অনুসরনে পৃথিবীর বিভিন্ন দেশে জগন্নাথ দেবের রথ উৎসব পালিত হয়। এ রথগুলোয় আসীন হন ভগবান জগন্নাথ, সূভদ্রা ও বলদেব।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD