তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান

Spread the love

মোঃ ফজলুর রহমান: তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে  তাড়াশ-রায়গঞ্জের এমপি মহোদয় কর্তৃক নবনির্মিত আইসিটি ভবন উদ্বোধন ও ২০১৯ সালে এস.এস.সি, দাখিল ও এস.এস.সি ভোকেশনাল পরীক্ষায় পাশকৃত কৃতি ছাত্রীদের ক্রেষ্ট ও সংবর্ধনা প্রদান করা হয়েছে গত শনিবার বিকালে।

চলনবিলের প্রাণ কেন্দ্রে অবস্থিত শতভাগ ভাল ফলাফল অর্জন প্রত্যাশি এলাকার নারী শিক্ষার একমাত্র উচ্চ বিদ্যাপিঠ তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ। কলেজটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়ে সাফল্যের ২৪ তম বছরে পদার্পণ করে অত্যন্ত সুনাম ও দক্ষতার সহিত মহিলাদের উচ্চ শিক্ষা প্রদানে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। অত্র প্রতিষ্ঠানটির গতিশীলতা রক্ষার্থে প্রতি বছর এস.এস.সি, দাখিল ও ভোকেশনাল পাশকৃত ছাত্রীদের ক্রেষ্ট ও সংবর্ধনা প্রদান করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় গত ১১ মে শনিবার অত্র কলেজে ২০১৯ সনে পাশকৃত কৃতি এস.এস.সি, দাখিল ও এস.এস.সি ভোকেশনাল ছাত্রীদের সংবর্ধনা ও নবনির্মিত ৪ তলা আইসিটি ভবন এর ফলক উন্মোচন অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও দক্ষতার সহিত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলনবিল তথা এশিয়া মহাদেশের খ্যাতনামা শিশু বিশেষঞ্জ চিকিৎসক ও তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গার গণমানুষের নেতা মাননীয় এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। মাননীয় এমপি মহোদয় তাঁর গঠনমূলক বক্তব্যের এক পর্যায়ে বলেন, তাড়াশ মহিলা ডিগ্রি কলেজটি অত্যন্ত দক্ষতার সহিত পরিচালিত হচ্ছে এবং কলেজের প্রয়োজনে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে মাননীয় এমপি মহোদয়ের সঙ্গে পরামর্শক্রমে কলেজের উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ার হোসেন খান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব প্রভাষক মর্জিনা ইসলাম, উপাধ্যক্ষ মোঃ শাহাদত হোসেন, মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মির্জা হাসান আলী, সগুনা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুলাহেল বাকী ও সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক রাজু। আব্দুর রাজ্জাক তাঁর বক্তব্যে বলেন- তাড়াশ মহিলা ডিগ্রি কলেজটি অত্যন্ত সুন্দর ও  সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং প্রতি বছর ভাল ফলাফল নিশ্চিত করছে। এটা আজ চলনবিলের আদর্শ নারী শিক্ষার বাতিঘররূপে পরিচিতি পেয়েছে। যার পরিপ্রেক্ষিতে নারী শিক্ষার অগ্রনী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিষ্ঠানটি সরকারি হওয়া উচিত। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ  জনাব মোঃ জাফর ইকবাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানটির বিভিন্ন দিক তুলে ধরেন এবং  সবার সহযোগিতা কামনা করেন। অত্র অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানের গর্ভানিং বডির সম্মানিত সভাপতি জনাব মোঃ খলিলুর রহমান। সভাপতি মহোদয় তাঁর সমাপনি বক্তব্যে বলেন, আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। এমপি মহোদয় যেন জনগনের নার্ভ (ব্যক্তির চাহিদা) বুঝে কাজ করেন। সভাপতি মহোদয়ের বক্তব্যের পর ইফতার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি  ঘোষণা করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD