তাড়াশ উপজেলা মানবাধিকার ফোরামের ত্রৈমাসিক সভা

Spread the love

২৭ এপ্রিল ২০১৯ তারিখে সিরাজগঞ্জ সিএসও কোয়ালিশনের “ইলাপ্রেপ প্রকল্পের” আওতায় পরিবর্তন এবং এনএসকেএফ এর আয়োজনে পরিবর্তন হলরুমে তাড়াশ উপজেলা মানবাধিকার ফোরামের চতুর্থ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি এম মামুন হুসাইন।
স্বাগত বক্তব্য প্রদান এবং বিগত ত্রৈমাসিক কার্যক্রম পর্যালোচনা করেন পরিবর্তন এর পরিচালক আবদুর রাজ্জাক রাজু। এছাড়া তাড়াশ উপজেলায় সাম্প্রতিকালে সংঘটিত নারী নির্যাতন ঘটনাগুলোর উপর তিনি আলোকপাত করেন। এর মধ্যে আছে সেরাজপুর গ্রামের এক গৃহবধুকে স্বামী কর্তৃক নির্যাতনের মাধ্যেমে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া, বিন্নাবাড়ী গ্রামে এক গৃহবধুকে রাতের গভীরে ঘরে ঢুকে ধষর্ণ চেষ্টাকালে ধর্ষণকারীর পুরুষাঙ্গ কেটে দেওয়া, তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের পরীক্ষারত ছাত্রীকে তার কম্পিউটার প্রদর্শক কর্তৃক যৌন হয়রানি এবং ইভটিজিং এর কারণে তাড়াশের মাঝদক্ষিনা হাইস্কুলের ২০ জন ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ প্রসঙ্গ ইত্যাদি। তিনি এই মানবাধিকার ফোরামের সাথে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব,সরকারী-বেসরকারী সংস্থা,সুশীল সমাজ, আইন শৃঙ্থলা কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের সমন্বয় ও সহযোগীতার ওপর গুরুত্ব আরোপ করেন। সবশেষে আগামী ৫ই মে তাড়াশের সাম্প্রতিক কালে পাঁচটি নারী নির্যাতনের ইস্যুতে তাড়াশ বাসস্ট্যান্ডে একটু বড় পরিসরে একটি মানববন্ধন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD