সিরাজগঞ্জের তাড়াশে বারুহাস আঞ্চলিক সড়কের ইটের খোয়ার ধুলায় মানুষের চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। তাছাড়া সড়ক জুড়ে রয়েছে অসংখ্য গর্ত। এতে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তাড়াশ থেকে বারুহাস বাজার পর্যন্ত ১২ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরে যাওয়ার দীর্ঘদিন পর দরপত্র আহ্বান করা হয়েছিলো। এরপর ঠিকাদার মাসখানেক মেরামত কাজ করে ফেলে রেখেছেন।ভুক্তভোগী বারুহাস গ্রামের ছাইদুর ইসলাম, আজিজুর রহমান, তালেব আলী, খয়বার হোসেন, তারিকুল ইসলাম প্রমুখ বলেন, বারুহাস আঞ্চলিক সড়কে বিশেষ করে হেদার খাল সেতু থেকে বারুহাস বাজার সেতু পর্যন্ত খোঁড়াখুঁড়ি করে খোয়া ফেলা হয়েছিলো প্রায় ৬ মাস আগে। তারপর খোয়ার উপর যানবাহন চলাচল করে খোয়ার গুড়ায় ধুলা জমে গেছে। এ সড়ক দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। নাক, মুখ ও চোখে ধুলা ঢুকে পড়ে। পোশাক খোয়ার ধুলায় লাল হয়ে যায়। খানাখন্দ তো রয়েছেই।
এদিকে বাস, ট্রাক ও সিএনজি চালকরা বলেন, একটি গাড়ি সামনে দিয়ে গেলে ধুলায় পেছন থেকে কিছুই দেখা যায় না। আর মোটরসাইকেল আরোহীরা বলেন, ধুলা আর ছোট ছোট খোয়ার উপর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ রাখা যায় না। খুব সাবধানে ও ধীরগতিতে চালানোর পরও দুর্ঘটনা ঘটে যায়। উপজেলা প্রকৌশলী মো. আবু সায়েদ বলেন, প্রশাসনিক কার্যাদেশ পাওয়ার পর তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের মেরামত কাজ শুরু করা হয়। কিন্তু একনেক সভায় এ কাজের অনুমোদন না হওয়ায় কাজ বাদ রেখেছেন ঠিকাদার।