সাব্বির আহম্মেদ : সিরাজগঞ্জের তাড়াশে পৌর জামায়াতের উদ্যোগে ২৮ অক্টোবর ২০০৬ সালে আওয়ামী লীগের লগি বৈঠার বর্বরোচিত হত্যাকােন্ডর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে বিক্ষোভ মিছিলটি তাড়াশ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তাড়াশ প্রেসক্লাবের সামনে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় তাড়াশ পৌর জামাতের আমীর কাওসার হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামাতের আমীর খন্দকার সাকলাইন হোসেন , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামাতের সেক্রেটারি শাহজাহান আলী, নায়েবে আমীর মোক্তার হোসেন, কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবুল বাশার, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ ইউনুস আলী, বারুহাস ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া, নওগাঁ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফজলুর রহমান প্রমুখ। বক্তাগন আওয়ামী লীগের প্রতিটি তান্ডবের ন্যায় বিচার দাবী করেন।