তাড়াশ (সিরাজগঞ্জ) প্রবিনিধি: সিরাজগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি হারুন আর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তাড়াশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যগণ।রবিবার (২৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন- তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক আলহাজ আলী রনি, কোষাধ্যক্ষ গোলাম কিবরিয়া উজ্জল, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মহররম আলী, কার্যকরী সদস্য মো. আলাউদ্দিন, সদস্য শাহ আলম প্রমূখ। শুভেচ্ছান্তে এক সংক্ষিপ্ত আলোচনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন আর রশিদ খান (হাসান) বলেন, সাংবাদিকগণ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করবেন। নবাগতদের জন্য সংগঠনের দ্বার উন্মুক্ত রাখবেন। নবাগতরা সুযোগ না পেলে মেধার বিকাশ ঘটবে না।