আরাফাত হোসেন,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) নন্দীগ্রাম থানা পুলিশ এতথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গত শুক্রবার রাতে নন্দীগ্রাম থানা পুলিশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদকে গ্রেপ্তার করে। এরপর ডিবি উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক হোসেনকে গ্রেপ্তার করে। মামুনুর রশিদ উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামের আব্দুল জোব্বারের ছেলে। তারেক হোসেন ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তাদেরকে নন্দীগ্রাম থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।