তাড়াশে পল্লীবিদ্যুতের ভুতুরে বিল দিশেহারা গ্রাহক

Spread the love

তাড়াশ প্রতিনিধি:  সিরাজগঞ্জের তাড়াশে পল্লীবিদ্যুতের ভুতুরে বিলে হাজার হাজার গ্রাহক দিশেহারা হয়ে পড়েছেন। বিগত মাসের তুলুনায় চলতি মাসে ৩ থেকে ৪ গুন বেশী বিল এসেছে বলে তারা জানিয়েছেন। তাড়াশ পৌর সদরের পুর্বপাড়ার বাসিন্দা আলেয়া খাতুন জানান,আমার বাসায়া ২জন মানুষ বসবাস করি। আমার ০০০১৪৫৫৭ নং মিটারে গত জুলাই মাসে বিল এসেছিল ৫৪৫ টাকা আর আগষ্ট মাসে বিল আসে ১১৬৪ টাকা। ০০০১৬০৮৮ নং মিটারের মালিক মেহেরুল ইসলাম জানান, আমার জুলাই মাসে বিল এসেছিল ৪৫৫ টাকা আর আগষ্ট মাসে বিল এসেছে ১৮২৩ টাকা। এই সমস্যা তাড়াশ উপজেলার সকল বিদ্যুৎ গ্রাহকদের বেলায় ঘটছে এবং প্রতিনিয়ত ঘটে চলছে। অভিযোগ রয়েছে অধিকাংশ ক্ষেত্রে মিটার রিডার গন মিটার পরিদর্শন না করেই ঘরে বসে ওই ধরনের ভুতুরে বিল তৈরী করে অফিসে জমা দেন। আর গ্রাহক বাধ্য হয়ে বিল পরিশোধ করেন। কেননা বিল পরিশোধ না করলে লাইন কেটে দেয়া হয়।
তাড়াশ পল্লী বিদ্যুৎ অফিসে সেবা নিতে আসা জাহিদুল, কালাম,মজিবরসহ একাধিক গ্রাহক জানান, শুধূ বিদ্যুৎ বিলের ক্ষেএেই নয়, তাড়াশ জোনাল অফিসে যে কোন কাজে গেলেই দালালদের খপ্পরে পরতে হয়। তারা আর ও জানান,নিজে কাজ নিয়ে গেলে এ কাগজ নেই, ও কাগজ নেই আবার কাগজ থাকলে সময় নেই এ ভাবে ঘুড়ানো হয়। অথচ দালালদের কাজ দিলে আর কিছুই লাগে না।
তাড়াশ জোনাল অফিসের ডি.জি.এম নিরাপদ দাস জানান, সারাদেশের ন্যায় আমাদের অফিসের কর্মচারীরা আন্দোলনে থাকার কারনে বিল কমবেশী হতে পারে। তিনি আর ও জানান,আমাদের মিটার রিডারদের এক এলাকা থেকে অন্য এলাকায় দেয়া হয়েছে, এ কারনে এমনটা হতে পারে। তিনি আরও বলেন, এ অফিসে দালালদের আনাগোনা আগে থাকলেও এখুন নেই।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD