ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতাঃ একসুত্রে গাঁথাথ শ্লোগানকে সামনে রেখে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আজ বুধবার থেকে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা -২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর সাড়ে বারোটায় উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সামছুল আলম, মডেল থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সরকারি মার্চেন্টস পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, এইচ টি ইমাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম ও শিক্ষার্থী মুক্তি খাতুন।
বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ টি স্টল খোলা হয়েছে৷ পরে মেলায় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম স্টলগুলো পরিদর্শন করেন ৷ কাল বৃহস্পতিবার বেলা এগারোটায় মেলার সমাপনী অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর অনবদ্য সৃষ্টি বিদ্রোহী কবিতার একশো বছর পূর্তি উপলক্ষ্যে থিয়েটার প্রতিচ্ছবির আয়োজন থিয়েটার কোরিওগ্রাফি – বিদ্রোহী কবিতা আবৃত্তি হবে বলে জানা গেছে