উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
চারদিকে কনকনে ঠান্ডা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই হিমেল হাওয়ার সঙ্গে তীব্র শীত শুরু হয়। গরম কাপড়ের দোকানে মধ্যবিত্ত আর উচ্চ বিত্তদের ভিড় থাকলেও নিম্ন আয়ের মানুষের জন্য তা কেনা বেশ কষ্টসাধ্য। তাই তাদের একমাত্র ভরসা পুরাতন কাপড়ের দোকান। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিভিন্ন হাটবাজারে ফুটপাতে শীতের গরম কাপড়ের ভ্রাম্যমাণ দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষের ভিড়। নতুন কাপড়ের দোকানের পাশাপাশি পুরাতন কাপড়ের দোকান গুলোতে প্রচুর ভিড় জমে উঠছে ।এমকি ফুটপাতে ৪০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা দরের কাপড়ও এসব ভ্রাম্যমাণ দোকানে পাওয়া যাচ্ছে।
উল্লাপাড়া উপজেলার কয়ড়া,বোয়ালিয়া,মহনপুর,গয়হাট্রা সলংঙ্গা ও হাটিকামরুল রোডসহবিভিন্নহাটেপুরাতনকাপড়ের দোকানে ক্রেতাদের আগ্রহ যেনএকটু বেশি। এরমূলকারণইহলএখানকারকাপড়ের দাম কম। এ কারণেইনিম্ন ও মধ্যআয়ের ক্রেতাদের ভিড় বেশি থাকে। ১৫ থেকে ২০ জনব্যবসায়ীএখানেকাপড়বিক্রি করেন।নিম্নআয়ের ক্রেতাঅটোচলকজাফরআলীবলেন ,শীত তো আর গরিব মানেনা । আমরাদিনআনিদিনখাইএমনকিআমাদের সংসারচালাতেইহিমসিমখাই । আমাদের মতোগরিবমানুষশীতেগরমকাপড়কিনতে দোকানে বেশিটাকালাগে । তাই ছেলেমেয়েদের নিয়েঅনেককষ্টেদিনযাপনকরতেহয়। তাইফুটপাতের দোকান থেকে বাচ্চাদের জন্য কিছুগরমকাপড় ক্রয় করছি। সলংঙ্গা হাটেরপুরাতনকাপড় বিক্রেতাকুরবানআলীজানান, ঢাকা ও চট্টগ্রাম থেকে এ বছরকয়েকলটমালআনাহয়েছে। ভালোবিক্রিওহয়েছে। ক্রেতারাপ্রচুরআসছেন। কোনো কোনোলটেঅনেকভালোকাপড় থাকে। সেইভালোকাপড়খুঁজেনিতে ক্রেতাদের থাকেবাড়তিআগ্রহএবংশীতযতবাড়ছে বেচা বিক্র বেশিহচ্ছে।এ সব দোকানে সব বয়সরেছেলে-মিয়ে থেকে শুরুকরেবয়স্কদরে বাহারির্শাট, হাফ/ফুলস্যুয়টোর, জ্যাকটে, মাফলার, টুপিসহউলরেগরমকাপড়পাওয়াযায় ৪০টাকা থেকে ৩০০ টাকারমধ্যে মিলছে সব ধরনের পোশাক।ফুটপাতের কম মুল্যেরএসব দোকানগুলিতে বেচাকেনা বেশজমে উঠেছে। একদিকে ক্রেতারা কম মূল্যে সহজেশীতেরকাপড় পাচ্ছেন, অন্যদিকে বিক্রেতারাওলাভেরমুখ দেখছেন।