তাড়াশে বাজারে দখলদারদের নৈরাজ্য

Spread the love

জাকির আকন : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদর বাজারে কাঁচাবাজারের সরকারী শেড ঘরগুলো বেদখলে নিয়ে বাণিজ্য করে আসছে প্রভাবশালীরা । শেডগুলো বেদখলে থাকায় রাস্তায় ও মাঠের মধ্যে বসে কাঁচাবাজার । দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা এই শেডঘরগুলোর অনেকাংশ ভাড়া দিয়ে মোটা অংকের বাণিজ্য করলেও অবৈধ দখল মুক্ত করতে প্রশাসনের নেই কোন অভিযান।
সরেজমিনে ও সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, তাড়াশ উপজেলায় ২০০৩ সালে উপজেলা স্থানীয় সরকার বিভাগ এল,জি,ই,ডির গ্রোথ সেন্টার প্রকল্পের আওতায় হাট বাজার উন্নয়নে সদর বাজারে কয়েক কোটি টাকা ব্যয়ে ৩টি বড় শেড ও বাজার পরিচালনা কমিটির অফিস বিল্ডিং নির্মাণ করা হয় । নির্মাণ করার পরে শেডগুলো দুধ, গোস্ত কাঁচা তরকারীসহ অস্থায়ী বাজারগুলো নিয়মিত বসত । তারপরেই ২-৩ বছরে মধ্যেই শেডগুলো প্রভাবশালীরা দখলে নিয়ে কেউ স্থায়ী দোকান, গুদাম অথবা ভাড়া দিয়ে অবাধে বাণিজ্য চালিয়ে আসছে । বাজারের পশ্চিমাংশে ২টি বড় শেডের অধিকাংশ জুড়ে শেডের মধ্যে বেড়া দিয়ে ঘর বানিয়ে বেদখল করে আছে প্রভাবশালীরা । নাম প্রকাশে অনচ্ছিুক এক মুরগী ব্যবসায়ী জানালেন, মাসিক ৫ হাজার টাকায় এই শেডের একটি দোকান ভাড়া নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, শেডের অনেক জায়গা কেনাবেচা হয়েছে। শেডের সামনে নারীদের নামে বরাদ্দকৃত মাকের্টের দোকানগুলোতে নারী থাকার কথা থাকলেও নারী নেই । বরাদ্দ নিয়ে পুরুষ অনেকেই ভাড়া দিয়েছে। নারী মাকের্টের সামনে ডাষ্টবিনটা দখলে নিয়েছে একজন । এ যেন অবৈধ দখলদারদের স্বর্গরাজ্য । সরেজমিনে দেখা যায়, তাড়াশ প্রেসক্লাবের সামনে শেড এর উপরাংশে মিট ও মিল্ক লেখা থাকলেও এখানে দুধ ও গোস্তের বাজার নেই । বসে আছে চায়ের দোকান ও কয়েকটি কলা ও কাপড়ের অস্থায়ী দোকান । গোস্তের শেড দখল হওয়ায় শহরের লোকজরনকে যেতে হয় প্রায় ১ কিলোমিটার দুরে হাসপাতাল গেটে অথবা পশ্চিম বাধে বসা গোস্তের বাজারে। দুধের বাজার লাগছে পুরাতন নিউ মাকের্টের সামনে সংকীর্ণ জায়গায় রাস্তার উপর। শহরের প্রবেশ পথের প্রধান সড়ক আলেপ মোড় থেকে বিশ্ববিদ্যালয় কলেজ গেট পর্যন্ত বসছে পলিথিন টানানো কাঁচা তরকারির বাজার। ফলে এ রাস্তায় শহরে চলাচলকারী প্রতিদিন শতশত শিশু, নারী সহ উপজেলা শহরে আগত লোকজনদের চরম বিরম্বনা ও ভোগান্তির শিকার হতে হচ্ছে। পৌর সভার উদ্যোগে কাঁচা তরকারী বাজার ইদের মাঠের খোলা জায়গায় বসানো হয়েছে। কিন্তু এই খোলা মাঠে রাস্তায় বসা কাঁচা ব্যবসায়ীরা সেখানে আসেনি। রোদ বৃষ্টি আর ঝড় থেকে নিরাপদে কাঁচা ব্যবসায়ীরা আর দুধ ও মাংসের ব্যবসায়ী আর ক্রেতা বিক্রেতাদের সুবিধার জায়গাটুকু আজ বেদখলে । উপেেজলা আঃলীগ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এস.আলম জানান ,আমি ব্যক্তিগতভাবে চেয়েছি এই বাজারটা ক্রেতা বিক্রেতার সুবিধার জন্য নির্মিত শেডগুলো অবৈধ দখলমুক্ত হয়ে পরিচ্ছন্ন বাজার হোক । তাড়াশ বাজার কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, দখলসহ বিভিন্ন সমস্যা রয়েছে বাজারে। আমি এই বাজারটা সুন্দর করার চেষ্টা করছি । তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিসবাউল করিম জানান, তাড়াশ বাজারের নাগরিক সুবিধার জন্য রাস্তায় বসা কাঁচা বাজার সরানো ও শেডগুলো বেদখল থেকে উদ্ধারসহ বিধি মোতাবেক পর্যায়ক্রমে সব ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD