ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় মাসুদ (৩২) নামের এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক মাদক কারবারির সোহেল রানার বিরুদ্ধে। বৃহস্পতিবার(২২ এপ্রিল) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলায় কালিবাড়ী এলাকায়। আহত মাসুদ ওই এলাকার তৈয়ব আলীর ছেলে। আর অভিযুক্ত সোহেল রানা (২৮) একই এলাকার আব্দুর রশিদের ছেলে।আহত মাসুদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল রানা দীর্ঘ দিন ধরে মাদক সেবী ও মাদক কারবারের সঙ্গে জড়িত । সে নিজেও মাদক সেবন করে ও এলাকার মাদকসেবীদের কাছে বিভিন্ন ধরণের মাদক বিক্রিও করেন । এ নিয়ে মাসুদ একাধিকবার তাকে মাদক বিক্রিতে নিষেধ ও বিভিন্নভাবে বাধা দেন। এ কারণে সোহেল তার প্রতি ক্ষিপ্ত ছিলেন। বিষয়টি নিয়ে মাসুদকে হুমকিও দিয়েছিলেন সোহেল।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাসুদ কালিবাড়ী বাজার এলাকায় আসলে অভিযুক্ত সোহেল টর্চ লাইট দিয়ে মাসুদকে মাথায় আঘাত করে। আঘাতে তার মাথা ফেটে যায়। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সোহেল পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
মাদক সংক্রান্ত বিষয়ে সোহেলের বিরুদ্ধে এর আগেও জুয়েল নামের এক যুবককে ছুরি মারার অভিযোগ রয়েছে। আশেপাশের দোকানিরা সোহেলকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবেই জানেন।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কলেজছাত্র অভিযোগ করেন, বখাটে সোহেল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদকে ব্যবসা করছেন। কেউ এর প্রতিবাদ করলেই সোহেল তাকে মারধর করে।অভিযোগের বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ আকছেদ আলী