সোনালী দিগন্ত উন্মোচিত হবেই – আবদুর রাজ্জাক রাজু।

Spread the love

কখনো ভেবো না এ দেশ দুর্নীতিতে
ডুবে থাকবে বা চ্যাম্পিয়ন হবে সর্বদাই
যে দেশ স্বাধীনতার জন্য রক্ত বিলিয়ে দেয়
পদ্মা ব্রীজের জন্য সর্বোচ্চ ঝুঁকি-চ্যালেঞ্জ নেয়
মানবতা অপরাধীদের বিচারে সফল হয়
সে দেশ দুর্নীতির পঁচা নর্দমায়
চিরদিন মজে থাকতে পারে না।

কখনো ভেবো না এ দেশ গণতন্ত্রের
ছদ্মাবরণে স্বৈরতন্ত্রের কবলে থাকবে অনেক দিন
কর্তৃত্ববাদ হবে চিরস্থায়ী একদলীয়
শাসন চলবে অনাদিকাল বাক স্বাধীনতা খর্ব
আর বিচারহীনতার সংস্কৃতি চলবে যুগের পর যুগ
আর্থ-সামাজিক বৈষম্য বিভেদ বিভক্তি
আরো প্রকট হতে থাকবে তেমনটি
আশা কিংবা চিন্তা করা ঠিক নয়।

কখনো ভেবো না ডিজিটাল নিরাপত্তা
আইনের আড়ালে জুজুর ভয় দেখিয়ে বেশী দিন
নিপীড়ন নির্যাতন চালানো যাবে কিংবা
ভোটের নামে ভোজবাজি আর নির্বাচনের নামে
প্রহসন করে টিকে থাকা যাবে চিরকাল।

কেননা, যে দেশের মানুষ অসংখ্য আন্দোলন
সংগ্রাম দুর্যোগ দুর্বিপাক পাড়ি দিয়ে আজকের
অগ্রযাত্রায় উপনীত হয়েছে সে দেশে এসব
অগণতান্ত্রিক অমানবিক অন্যায্যতা নিয়ন্ত্রণ-নিবর্তন
দির্ঘদিন চলতে পারে না।

আজ হোক কাল হোক – এইসব অশুভ মেঘ
দূরীভূত হয়ে রৌদ্রজ্জল সোনালী দিগন্ত উন্মেচিত হবেই
সে দিন বেশী দূরে নয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD