ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদে ভিজিডি চাল বিতরণে সুবিধাভোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের সদস্যরা এই টাকা আদায় করেছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সূত্র জানায়, উপজেলার খানমরিচ ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় ৫২১টি হতদরিদ্র পরিবার মাসে ৩০ কেজি করে চাল পায়। গত মাসের ৩০ তারিখ থেকে চাল বিতরণ শুরু হয় । পর্যায়ক্রমে বিভিন্ন গ্রামের মানুষকে এই চাল বিতরণ করা হবে। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ থেকে চাল সংগ্রহ করতে বলা হয় সুবিধাভোগীদের। তবে প্রত্যেক সুবিধাভোগীকে চাল নেওয়ার সময় ইউনিয়ন পরিষদে ৫০ থেকে ১০০ টাকা করে জমা দিতে বলা হয়। এরপর গত মঙ্গলবার সকাল থেকে চাল বিতরণ শুরু করেন ইউপি সদস্যরা। এ সময় অর্ধশতাধিক সুবিধাভোগীর কাছ থেকে টাকা নেন তাঁরা। তখন কয়েকজন ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান আসাদুর রহমানকে দিয়ে ইউপি সদস্যদের টাকা নেওয়া বন্ধ করেন।
টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে ইউপি সদস্য শরীফ উদ্দিন জিন্নাহ বলেন, ‘উপজেলা সদর থেকে প্রত্যন্ত খানমরিচ ইউনিয়নের দূরত্ব ১০ কিলোমিটার। ভিজিডি চাল উপজেলা খাদ্যগুদাম থেকে ইউনিয়ন পরিষদে আনতে কয়েক হাজার টাকা পরিবহন ব্যয় হয়। কিন্তু এই পরিবহন খরচ সরকারি কোনো খাত থেকে পাওয়া যায় না। তাই নিরুপায় হয়ে পরিবহন খরচ তুলতে সুবিধাভোগীদের কাছ থেকে কিছু টাকা নেওয়া হয়েছে। তবে চেয়ারম্যান নিষেধ করায় পরে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে।’
অভিযোগের বিষয়ে খানমরিচ ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান বলেন, ‘টাকা নেওয়ার বিষয়টি আমার জানা ছিল না। তবে উপজেলা প্রশাসন বিষয়টি আমাকে অবগত করার সঙ্গে সঙ্গে টাকা উত্তোলন বন্ধ করে দিয়েছি।’