চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে গতকাল বুধবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এ উপলক্ষে রেলবাজারস্থ বেসরকারি সংগঠণ মানবসেবা উন্নয়ন সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় র্যালী, আলোচনা সভা, থ্যালাসেমিয়া রোগিদের মাঝে ওষুধ, ইফতার সমাগ্রী ও বিছানার চাদও বিতরণ করা হয়। সকালে একটি র্যালী বের হয়ে রেল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংস্থার প্রধান কার্যালয় চত্বরে আলহাজ্ব ডাঃ গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথি ছিলেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ হামিদ মাস্টার। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল। স্বাগত বক্তব্য দেন, মানবসেবা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক এম এস আলম বাবলু। এসময়ে চাটমোহর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল স্বাধীন খবর সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক কালের কন্ঠ চাটমোহর প্রতিনিধি লতিফ রন্জু, আশরাফ আলী, আলহাজ্ব মো. মোমিনুল ইসলাম, আব্দুল মান্নান, সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, থ্যালাসেমিয়া রোগি ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে রোগিদের মাঝে বিছানার চাদর, ব্লাড ব্যাগ, ওষুধ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।