ভাঙ্গুড়ায় নিমগাছি মৎস্য প্রকল্পের আঞ্চলিক অবহিতকরণ কর্মশালা

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় নিমগাছি সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় আঞ্চলিক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ,জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক শহীদুল ইসলাম। ইউএনও মোছা. নাজমুন নাহারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা) মো. সাহেদ আলী। প্রধান আলোচক ছিলেন,রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল ওয়াহেদ মন্ডল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (বাস্তবায়ন শাখা) সরকার আনোয়ারুল কবীর আহমেদ,উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হক, ওসি (তদন্ত) আব্দুল করিম। উন্মুক্ত আলোচনায় অংশ নেন,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আজম,প্রেসক্লাবের ভাঙ্গুড়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক বিকাশ কুমার চন্দ্র চন্দ,সদস্য সচিব মনিরুজ্জামান ফারুক, সুবিধাভোগী শাহাদাত হোসেন প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, পাবনার ভাঙ্গুড়া ও চাটমোহর এবং সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলা নিয়ে নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্প। এই প্রকল্পের আওতায় চারটি উপজেলার ৭৭৯টি নিবন্ধিত জলাশয় রয়েছে। এর সুবিধাভোগীর সংখ্যা ৬ হাজার ৫৬০ জন। 
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD