তাড়াশে চলনবিল বার্তা’র ৭ম বর্ষপূর্তি পালিত

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় একমাত্র পত্রিকা সাপ্তাহিক চলনবিল বার্তার ৭ম বর্ষপূর্তি ও অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে নানা বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুলাই সোমবার সকল ১০ টায় তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী হতে ব্যানার শোভিত এক র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে একই লাইব্রেরী হলরুমে সম্পাদক আবদুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে উল্লাপাড়া প্রতিনিধি ডা. আমজাদ হোসেন মিলন কর্তৃক পবিত্র কোরআন তেলাওয়াতের পর বিদায়ী বছরে চলনবিল বার্তার প্রয়াত তিনজন লেখক, সাংবাদিক স্মরণে এক মিনিট শোক জ্ঞাপন সূচক নীরবতা পালন করা হয়। এরা হলেন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এম রহমত উল্লাহ, বিশিষ্ট লেখক কলামিস্ট সৈয়দ শুকুর মাহমুদ ও ভাঙ্গুড়া প্রতিনিধি আকছেদ আলী।
তারপর স্বাগত বক্তব্য দেন চলনবিল বার্তার সম্পাদক ও প্রকাশক আবদুর রাজ্জাক রাজু। এরপর উপস্থিত সাংবাদিক প্রতিনিধিদের পক্ষ হতে বক্তৃতা করেন চলনবিল বার্তার স্টাফ রিপোর্টার সাব্বির আহম্মেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যথাক্রমে উপজেলা ভাইস চেয়ারম্যান ম.ম জর্জিয়াস মিলন রুবেল, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক ইসমাইল হোসেন, তাড়াশ থানা ওসি (তদন্ত) নূরে আলম, পৌর কাউন্সিলর শামীম সরকার বিএ, গুরুদাসপুর প্রতিনিধি আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা শেষে চলনবিল বার্তার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির হাতে প্রেস কার্ড, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।বিশেষ উল্লেখ্য, এ বছর সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পত্রিকার ১৬ জন সাংবাদিককে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। সবশেষে প্রথমে ফিরোজা বিউটির সম্পাদনায় তাড়াশের সম্মানিত লেখকদের যৌথ কাব্যগ্রন্থ “চলনবিলের কবিতাঞ্জলি”, লেখিকার একক কাব্যগ্রন্থ “পালক” ও সম্পাদক আবদুর রাজ্জাক রাজুর প্রকাশিত কাব্য “সময়ের প্রতিধ্বনি”র মোড়ক উন্মোচন করেন অতিথিগণ। এ সময় বই ও পত্রিকার বিশেষ সংখ্যা সকলের মাঝে বিতরণ করা হয়। মোড়ক উন্মোচন জন্মদিনের কেক কাটা হয়, অংশ নেন অতিথিগণ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চলনবিল বার্তার বিশেষ প্রতিনিধি গোলাম মোস্তফা।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD