সাব্বির আহম্মেদ, তাড়াশঃ সুশান্ত উড়াও। কর্মে অক্ষম দুটি হাত কব্জি থেকে বাঁকা। কানেও শুনতে পান না বললেই চলে। সুস্থ্য স্বাভাবিক মানুষের মত চলাচলও করতে পারে না। কিন্তু এ সকল বাধা সত্তে¡ও তিনি পিএসসি, জেএসসি ও এসএসসির গন্ডি সফলতার সাথে পেরিয়ে এ বছর দিচ্ছেন এইচ,এস,সি পরীক্ষা। তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামের অসান্ত উড়াও এর ছেলে সুশান্ত উড়াও। গুল্টা শহীদ এম মুনসুর আলী ডিগ্রী কলেজের ছ্ত্রা হিসেবে তাড়াশ ডিগ্রী কলেজ কেন্দ্রে মানবিক বিভাগে এইচ,এস,সি পরীক্ষা দিচ্ছেন তিনি। বৃহস্পতিবার ইতিহাস পরীক্ষা চলা কালে কেন্দ্রে গিয়ে তাকে পরীক্ষা দিতে দেখা যায়।
তাড়াশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান জানান, সুশান্ত কানে শোনে না, তার হাত দুটি কব্জি থেকে বাঁকানো, কর্মে অক্ষম। সুস্থ্য মানুষের মত চলাচলও করতে পাওে না। কিন্ত অদম্য মন বল ও শিক্ষা লাভের আগ্রহ তাকে এ পর্যায়ে নিয়ে এসেছে।
সুশান্তর বাবা অসান্ত উড়াও জানান, ছেলে আমার জন্ম থেকেই এমন। তবে অদম্য আগ্রহী। দরিদ্র সংশারে আমরা স্বামী স্ত্রী অন্যের বাড়ী কাজ করে যা পাই তা দিয়েই কোন মতে ছেলেকে পড়াই। সুশান্তের ইচ্ছে সমাজে বোঝা না হয়ে পড়া লেখা চালিয়ে যাওয়া এবং একটি কর্মের মাধ্যমে মাথা উচু করে দাড়ানো।