গোলাম মোস্তফা, তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশে মাগুড়াবিনোদ ইউনিয়নের মাগুড়া ওয়ার্ড আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে তালা দেওয়া কেন্দ্র করে এক পক্ষের ১০টি বাড়ি ভাংচুর করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে তিনজনকে। গত ৬ মার্চ রবিবার মাগরিবের নামাজ পর থেকে এশার নামাজের সময় পর্যন্ত চলে এই ভাংচুর ও মারধরের ঘটনা। ভুক্তভোগী পক্ষ প্রাণনাশের আতংকে এখনো নিজ বাড়ি থেকে বেড় হতে পারছেন না। উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের মাগুড়া মুকুন্দ পাড়ার এ ঘটনা। তাড়াশ থানা পুলিশ জানিয়েছেন, আধিপত্য বিস্তার দ্বন্দ্বের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। আহতদের উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগুড়া ওয়ার্ড আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আওয়ামীলীগের একটি পক্ষ বিএনপির লোকজনকে সাথে নিয়ে দলীয় কার্যালয়ের ভেতরে প্রতিদিন চা আড্ডায় মেতে থাকতেন। অনেকে সেখানে বসেই তাস দিয়ে জুয়া খেলতেন। এরকম কিছু বিতর্কিত বিষয় নিয়ে বীর মুক্তিযোদ্ধা এন্তাজ আলী গ্রাম প্রধান জাহাঙ্গীর আলমকে অবগত করলে তিনি কতিপয় নেতৃস্থানীয় মানুষজনের সাথে আলোচনা করে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
তারপর মাগুড়া মুকুন্দ পাড়ার বাসিন্দা ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য বাচ্চু মহুরীর নেতৃত্বে ঐ গ্রামের বাবলু, নাসিম, কামরুল, জাহাঙ্গীর, গঞ্জের, জামরুল, জাকারিয়াসহ অজ্ঞাত আরো অনেকে রাতের আঁধারে দলীয় কার্যালয়ের তালা ভেঙ্গে দখলে নেন। একই সঙ্গে মাগুড়া মুকুন্দ পাড়ার মন্তাজের ছেলে আব্দুল জলিল, ছাইদুর রহমান ও বকুল হোসেনকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এরপর ঐ তিনজনের বসতঘর ভাংচুর করেন। (৭ মার্চ) সোমবার বীর মুক্তিযোদ্ধা এন্তাজ আলীর বাড়ি, তছের মাস্টারের বাড়ি, মকবুল হোসেনের বাড়ি, ইসলামের বাড়ি, সোনা মিঞার বাড়ি, মোন্নাফের বাড়ি ও মোয়াজ্জেমের বাড়ি ভাংচুর করা হয়। এদিকে মাগুড়া মুকুন্দ পাড়ার বাসিন্দা ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য বাচ্চু মহুরী বলেন, সরজমিনে দেখে ও লোকমুখে শুনে যেটা সঠিক তাই লেখেন। তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুমন খান বলেন, গুরুতর আহদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আসিক বলেন, থানায় বা আদালতে মামলা হলে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।