সাব্বির আহম্মেদ : সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমে উঠেছে চাচা- ভাতিজার ভোট যুদ্ধ। খোঁজ নিয়ে জানা গেছে, ৭ নং মাধাইনগর ইউনিয়নে ৩ নং ওর্য়াডে ইউপি সদস্য পদে চাচা- ভাতিজার ভোট যুদ্ধ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা উজ্জল কুমার রায় জানান, আগামী ৭ ফেব্রুয়ারী ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাড়াশ উপজেলার দু’টি ইউনিয়ন ২নং বারুহাস ও ৭ নং মাধাইনগর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মাধাইনগর ইউনিয়নে ৩ নং ওর্য়াডের ভোটার ওয়াশীন গ্রামের স্কুল শিক্ষক মোকাদ্দেস হোসেন জানান, এ ওর্য়াডে চাচা ইউনুস আলী টিউবওয়েল প্রতীক এবং ভাতিজা আলাউদ্দিন ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
অপরদিকে এ ওর্য়াডের ভোটার মোহাম্মাদ আলী, তুহিন সরকার, হেলাল সরকার সহ অনেকের সাথে কথা বলে জানা যায়, চাচা-ভাতিজার ভোট যুদ্ধ তারা ব্যাপক ভাবে উপভোগ করছেন। বিষয়টি নির্বাচনী এলাকা সরগরম করে রেখেছে। এ ব্যাপারে চাচা ইউনুস আলী বলেন, আমাকে সুযোগ দিতে ভাতিজাকে অনুরোধ করেছিলাম। কিন্তু ভাতিজা আলাউদ্দিন কথা শোনেনি। অপরদিকে ভাতিজা আলাউদ্দিন বলেন, গ্রামের লোকজন নিয়ে চাচার বাড়িতে গিয়ে তাকে নির্বাচনে প্রার্থী না হতে অনুরোধ করি। কিন্তু চাচা অনুরোধ রাখেনি। ওই ওর্য়াডের চাচা-ভাতিজার ভোট যুদ্ধে কে জিতবে তা নিয়ে ব্যাপক জল্পনা – কল্পনা চলছে ভোটারদের মধ্যে।