বিশেষ প্রতিবেদক :
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বারুহাস আঞ্চলিক সড়কের জামাতের বটতলা এলাকার কহিত মোড়ের সেতুটির রিটেনিং ওয়াল ভেঙে পড়েছে অনেক আগেই। এরপর রিটেনিং ওয়াল ভাঙা কোণা থেকে পাকা সড়ক ধসে গেছে। এখন যাত্রী ও চালকরা সেতুটিকে মরণ ফাঁদ মনে করছেন। আরিফুল ইসলাম নামে একজন মোটরসাইকেল আরোহী বলেন, কহিত মোড়ের সেতুর উপর দিয়ে চলাচলের সময় সড়কের ধসে পড়া অংশ খেয়াল না করলে নিশ্চিত দুর্ঘটনার কবলে পড়তে হবে।
এদিকে দেলোয়ার হোসেন নামে একজন ট্রাক চালক বলেন, সেতুটির রিটেনিং ওয়াল ভেঙে গেছে। সেতুর কোণা থেকে সড়ক ধসে পড়েছে। এছাড়াও গোটা সেতুর গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। সর্বপরি গোটা সেতুই খালের মধ্যে ভেঙে পড়ার অবস্থা!
সরজমিনে (১৯ জানুয়ারি) বুধবার দুপুরে দেখা যায়, সেতুটির রিটেনিং ওয়াল ভেঙে পড়েছে খালের মধ্যে। ভাঙা অংশ থেকে পাকা সড়কের বেশ খানিকটা অংশ ধসে গেছে। জানা গেছে, নাটোর ও সিংড়া হয়ে বগুড়া ও সিরাজগঞ্জ পর্যন্ত সংযোগ থাকার জন্য বারুহাস সড়কের কহিত মোড়ের সেতুটি এলাকাভিত্তিক চলাচলের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। দিন রাত ২৪ ঘন্টা এ সেতু দিয়ে বিভিন্ন যান্ত্রিকযানবাহন চলাচল করে।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মো. আবু সায়েদ বলেন, দেখে জরুরি ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া সাপোর্টিং রুলার সেতু প্রকল্পের আওতায় কোহিত মোড়ের সেতুটি নির্মাণ করার চেষ্টা চলছে।