গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নাটোরের গুরুদাসপুরে ৬টি ইউনিয়নের ৪টিতে হেরেছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন ৪টিতে। বিদ্রোহীদের জয়জয়কারে নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। দেখা দিয়েছে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের করুণ অবস্থা।
নির্বাচিতরা হলেন, ১নং নাজিরপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. আইয়ুব আলী (মোটরসাইকেল) ২১৪৮ ভোটের ব্যবধানে, ২নং বিয়াঘাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. মিজানুর রহমান (মোটরসাইকেল) ২২০৩, ৩নং খুবজীপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. মনিরুল ইসলাম (নৌকা) ২৪৮ ভোটের ব্যবধানে, ৪ নং মশিন্দা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. আব্দুল বারী (ঘোড়া) ১৭৫৭ ভোটের ব্যবধানে, ৫নং ধারাবারিষা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. আব্দুল মতিন (নৌকা) ২৮৯৭ ভোটের ব্যবধানে, ৬ নং চাপিলা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. মাহাবুবুর রহমান (মোটরসাইকেল) ২৬৬০ ভোটের ব্যবধানে বিজয়ি হযেছেন।বুধবার (০৫ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ ও গণনা শেষে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।