গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়নে নৌকার প্রার্থী মো. আব্দুল মতিন বিজয়ী হওয়ার পর বিদ্রোহী প্রার্থী আওয়ামীলীগ নেত্রী হাজেদা বেগমের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সাড়ে ৯টায় দাদুয়া গ্রামের আমানত হাজীর বাড়ির জানালার কাঁচ ভাংচুরসহ আশেপাশের কিছু বাড়িতে বিক্ষিপ্তভাবে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। ভুক্তভোগী আমানত বলেন, ঘোড়ার ভোট করায় বাড়ি থেকে বেরুতে পারছিনা। থানায় অভিযোগ করলে আরো বিপদ হতে পারে বলে আমাদের হুমকি দেওয়া হয়েছে।
হাজেদা বেগম বলেন, দাদুয়া, তালবাড়িয়া, সীমান্ত বাজারসহ বিভিন্ন স্থানে আমার নেতাকর্মীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তালবাড়িয়া গ্রামের আক্কাস মেম্বারকে মারধর করা হয়েছে।উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ বলেন, সাবেক মেম্বার আমিরুল তার নিজ ভাগ্নে মতিউরের কাছে হেরে গিয়ে আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে আমাদের অফিস ভাংচুর করেছেন। নির্বাচন না করেও আমরা হামলার শিকার হচ্ছি।
আব্দুল মতিন বলেন, এ ব্যাপারে কিছুই জানিনা। অতি উৎসাহী কেউ এ ঘটনা ঘটালে তা আমার জানার বাইরে। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ধারাবারিষায় কোনো হামলা হয়নি। এরকম কোনো ঘটনা ঘটলে পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা নেবে। তবে পরাজিত মেম্বারের সাথে দ্বন্দ থাকায় বিএনপি নেতার অফিসে ভাংচুরের খবর শোনা গেছে।