আবুল কালাম আজাদ।
ইভিএম পদ্ধতিতে নির্বাচন পর্যবেক্ষনে সবার দৃষ্টি নাজিরপুর ইউনিয়নের দিকে।
নাটোরের গুরুদাসপুর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।সময় আসন্ন, চলছে ক্ষন গননা। তোড়জোড় চলছে সকল প্রার্থীর নির্বাচনী প্রচার- প্রচারনা।ইতোমধ্যেই সকল প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিক বরদ্দ শেষে উপজেলা নির্বাচন অফিস ৫ জানুয়ারি ভোট গ্রহনের জন্যে্ প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসার এবং আইনশৃংখলা বাহিনীর নিয়োগ এবং প্রশিক্ষনের কাজও শেষ করেছে।
আগামি কাল ৩ জানুয়ারি সোমবার দিনব্যাপী শুধুমাত্র নাজিরপুর ইউনিয়নে কেন্দ্র ১৪ টি কেন্দ্রে ইভিএম-পদ্ধতিতে ভোটারদের ভোট প্রদানের সুবিধার্থে ডামি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিসা ফেরদৌস আলম জানিয়েছেন। কেন্দ্রগুলি হচ্ছে- আগপুরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যলয়, ১ নং চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়, ২ নং চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়,লক্ষ্মিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বৃন্দবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় , গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপিনাথপুর দাঃ মাদ্রাসা, রতানিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেড়গঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়,( পুরাতন ভবন), বেড়গঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়,( নতুন ভবন), নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিরপুর উচ্চ বিদ্যালয়, মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জুমাইনগর আঃ কুদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয়। ,নাজিরপুর ইউনিয়নে ভোটার সংখ্যা- পুরুষ ১৫৬৬০ ,মহিলা ১৫৫৬০ জনসহ মোট ৩১২২০জন( একমাত্র এই ইউনিয়নেই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে)।
#