গুরুদাসপুরে  প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত

Spread the love

আবুল কালাম আজাদ:

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেছেন,গুরুদাসপুরে বিগত পৌর নির্বাচন সুষ্ঠ,অবাধ ও নিরপেক্ষ উপহার দিয়ে প্রশাসন ভোটারদের আস্থা অর্জন করেছে। নাটোর জেলায় এ পর্যন্ত বড়াইগ্রাম, বাগাতিপাড়া উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনগুলীও  প্রশাসনের নিয়ন্ত্রনে অবাধ ও সুষ্ঠ হয়েছে। পঞ্চম ধাপে ২০২২ সালের ৫ জানুয়ারির গুরুদাসপুরের ৬ ইউনিয়ন পরিষদের   নির্বাচন আরো অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট  সম্পন্ন করে প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই। কেউ যদি শক্তিশালী হন আর জোড় করে ভোট নিতে চান তারা বোকার স্বর্গে বাস করছেন।নাটোরের  গুরুদাসপুর উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি  চেয়ারম্যান ,মেম্বর ও সংরক্ষিত মহিলা মেম্বর পদে প্রতিদ্বন্দ্বি  প্রার্থীদের নিয়ে শুক্রবার ( ২৪ ডিসেম্বর) ৪ টায় গুরুদাসপুর সরকারি পাইলট মডেল  হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদএসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, কেউ পোস্টার ছিঁড়ে নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন না। গুরুদাসপুরে আমরা কঠোর নির্বাচন করব। যা বাংলাদেশের মধ্যে প্রশংসিত হবে। এ যাবত যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ নির্বাচন হবে গুরুদাসপুরে। গুরুদফাসপুরে এমন একটা নির্বাচন করবো যা দেখে সারা বাংলাদেশ প্রশংসা করবে।উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মো.জামিল আকতার, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফেরদৌস আলম, ওসি আব্দুল মতিন প্রমুখ।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আচরনবিধি মেনে উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারনা চালানোর জন্য আহ্বান জানান বক্তারা। আইন অমান্য বা আচরণবিধি লঙ্ঘন করলে প্রিজাইডিং অফিসারসহ কেউই ছাড় পাবেন না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।মতবিনিময় সভার শুরুতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত মহিলা পদের প্রার্থীরা উন্মুক্ত বক্তব্যে নিজ নিজ নির্বাচনি এলাকার  নির্বাচনী প্রচার-প্রচারনায় বিভিন্ন সমস্যা তুলে  ধরেন এবং আসন্ন নির্বাচন  সকল প্রভাবমুক্ত থেকে অবাধ , নিরপেক্ষ ওসন্ত্রাসমুক্ত ভিতিহীনভাবে ভোটারদের  ভোট দেওয়ার নিশ্চয়তার আশ্বাস চেয়ে বক্তয় দেন।

এ সময় গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আলাল শেখ ও রোকসানা আক্তার লিপি, সহকারি কমিশনার (ভূমি) আবু রাসেল, কৃষি কর্মকর্তা হারুন অর রশীদ, সমাজ সেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম  উপস্থিত ছিলেন।প্রার্থীরা ছাড়াও সভায় উতসুক বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD