চলনবিল প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজাসহ ৪জন মাদক সম্রাটকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা। এ সময় গাজাঁবহনকারী একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের মৃত আমির হোসেন ছেলে মো. মনির হোসেন (৩৫), একই জেলার চৌদ্দগ্রাম উপজেলার মৃত ফরিদ মিয়র ছেলে মো. শাহজালাল(২০), জামালপুর জেলার জামালপুর উপজেলার জালিয়ারপাড় গ্রামের মৃত নুরুল ইসলাম মো. সুমন মিয়া (২৬), একই জেলার মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি গ্রামের মৃত জাফর আলীর ছেলে মো. ছামিউল হক (৩৮)।
সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিরাজগঞ্জ র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালখুলা এলাকায় র্যাব-১২ সদর কোম্পানির আভিযানিক দল ‘আল্লাহর রহমত হোটেল’ এ অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন, নগদ টাকা ও মাদক বহনের কাজে কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২০-২৯৬৪) জব্দ করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্যের সরবরাহ এবং ক্রয়-বিক্রয় করার কথা স্বীকার করেছে।