শহিদুল ইসলাম সুইট, সিংড়া(নাটোর)প্রতিনিধি: বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসির)তফসিল ঘোষণা অনুযায়ী চতুর্থ ধাপে ২৩ ডিসেম্বর অনুষ্টিত হবে দেশের ৮৪০ টি ইউপি নির্বাচন যার মধ্য রয়েছে সিংড়া উপজেলার ১২ টি ইউনিয়ন। এই উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন চৌগ্রাম ইউনিয়ন।
২০১৬ সালের ২৮ মে চৌগ্রাম ইউনিয়নবাসী নৌকা প্রতিকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বর্তমান চেয়ারম্যান মোঃ জাহেদুল ইসলাম ভোলাকে নির্বাচিত করেন। জাহেদুল ইসলাম ভোলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে চৌগ্রাম ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করেছেন। চৌগ্রাম ইউনিয়নের মানুষের সুঃখে, দুঃখে পাশে থেকেছেন।চৌগ্রাম ইউনিয়নের রাস্তা ঘাট,স্কুল কলেজ,মসজিদ, মাদ্রাসা, মন্দির, ব্যাপক উন্নয়ন করেছেন। বয়স্ক ভাতা, বিধবা বাতা,প্রতিবন্ধী ভাতা,স্বামী পরিত্যক্ত ভাতা ইউনিয়নের প্রতেকটি গ্রামে মাইকিং করে সুষমও বণ্টন করেছেন।চৌগ্রাম ইউনিয়নের মানুষের কাছে জাহেদুল ইসলাম ভোলা একজন ক্লিন ইমেজের মানুষ।চেয়ারম্যান ভোলা চৌগ্রাম ইউনিয়নের মাদক,এবং জুয়া একবারে নির্মূল করেছেন আর এসব কারনেই চৌগ্রাম ইউনিয়নের মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
তাই চৌগ্রাম ইউনিয়নের জনগণন আবারও পুনরায় চেয়ারম্যান হিসাবে জাহেদুল ইসলাম ভোলাকেই দেখতে চাই।সিংড়া উপজেলা আওয়ামীলীগের সদ্য বিদায়ী সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বলেন, জাহেদুল ইসলাম ভোলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে ইউনিয়নের রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করেছেন,চৌগ্রাম টু কালিগন্জ রাস্তা ছিলো সন্ত্রাসীদের দখলে কিন্তু চেয়ারম্যান ভোলার ভয়ে সন্ত্রাসীরা গর্ত ঢুকে গেছে এবং জনগণ নিরভয়ে চলাফেরা করছে।চৌগ্রাম ইউনিয়নে এত বড় জনবান্ধব চেয়ারম্যান এর আগে আমরা দেখিনি।আমরা চায় জাহেদুল ইসলাম ভোলা আবারও মনোনয়ন পাবে এবং নৌকা প্রতিক নিয়েই আবারও চেয়ারম্যান হবে।চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহেদুল ইসলাম ভোলা বলেন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির যে স্বপ্ন সিংড়া উপজেলার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করবে আমি তার লক্ষ্য চৌগ্রাম ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করেছি।আমি নিজেকে কখনও চেয়ারম্যান মনে করিনি নিজেকে সবসময় জনগণের সেবক মনে করেছি,কোন অন্যায়ের সাথে কখনও আপোষ করিনি।জনগণ চাইলে আমি আবারও চেয়ারম্যান নির্বাচিত হবো।