আবদুর রাজ্জাক রাজু
আগে রাজনীতি ছিল মানুষের সেবা ও কল্যাণের
লক্ষ্যে উৎসর্গিত মহান পেশা
সে রাজনীতিতে ত্যাগ, সততা, নীতি -নৈতিকতা
মানবতার আদর্শ অনুসরণ করা হত।
বিপরীতে আজকের রাজনীতি পদ পদবী, ক্ষমতা
স্বার্থ, অর্থবিত্ত আর তথাকথিত নেতৃত্বের উন্মাদনা
হিংসা, হানাহানি, খুনোখুনি, কে কাকে মাঠছাড়া
পরাজিত করে অনির্বাচিত ক্ষমতা চির কুক্ষিগত
করে নিরাপদ সা¤্রাজ্য কায়েম করা যায়।
সম্পূর্ণ দুর্বৃত্তায়িত, কলুষিত. দুর্নীতিগ্রস্থ
অমানবিক এ রাজনীতি কোভিডের মতই গোটা
সমাজদেহে সংক্রমিত হয়ে বিষাক্ত করে ফেলছে।
রাজনীতির শিক্ষা-দীক্ষা নেই সহসা দলে নাম
লেখালেই হয়ে গেল বিশাল কান্ডারী
আর যদি বড় নেতার আশীর্বাদ মেলে
তবে তো রাতারাতি পাতি নেতার তকমা
পাল্টিয়ে হয়ে যায় বিরাট জননেতা।
রাজনীতি এখন সকল পেশাকে ছাপিয়ে
সর্বাধিক লাভজনক পেশা,কামাই রোজগারের পথ
তাই রাজনীতির ব্যবসা ও ব্যবসার রাজনীতিতে
সয়লাব সাড়া দেশ, নেতা বেশী কর্মী কম
রাজনীতির নষ্ট গলিপথে দুর্নিবার আকর্ষণ
এখন রাজনীতিতে জনসেবার পরিবর্তে ব্যক্তি,
গোষ্ঠি ও দলের স্বার্থ সিদ্ধি,ফায়দা লোটাই মূখ্য
সেজন্যই পার্লামেন্টে এখন রাজনীতিকের
চেয়ে ব্যবসায়ী বেশী – সংসদে তাদেরই দাপট।
এ রাজনীতি বহাল থাকলে গণতন্ত্র অধরাই
থেকে যাবে, এর পরিবর্তন না হলে দেশে
গণতন্ত্রের প্রতিষ্ঠা , জাতির প্রকৃত কল্যাণ
ও প্রগতি সম্ভব নয়।
১৯.১১.২০২১