গুরুদাসপুরে এস এস সি  পরিক্ষার  অনুপস্থিত ৩৫

Spread the love

আবুল কালাম আজাদ: নাটোরের গুরুদাসপুরে এস এস সি, সমমান এবং কারিগরি  পরিক্ষার প্রথম দিনে ৩৫ জন পরিক্ষার্থী অনুপস্থিত। এর মধ্যে  ১৫ জন ছাত্রী ।রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে রবিবার (১৪ নভেম্বর) সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত এস এস সি, সমমানের দাখিল এবং কারিগরি পরিক্ষার প্রথম দিনে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান এবং দাখিলের কোরান বিষয়ে নিবন্ধনকৃত পরিক্ষায় অংশ গ্রহনের কথা ছিল ছাত্র ৭৬৫ জন ছাত্রী ৩৭৭ জন সহ মোট  ১ হাজার ১৪২ জন। পরিক্ষায় অংশ গ্রহন করেছেন ১ হাজার ৭ জন।

উপজেলার ৫ টি পরিক্ষার কেন্দ্র সচিবদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়,  গুরুদাসপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্র ৮৯ জন ও ছাত্রী ৮০ জন সহ  মোট ১৬৯ জনের মধ্যে শত ভাগ উপস্থিত।গুরুদাসপুর বেগম রোকেয়া বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ১৫৬ জনের মধ্যে শত ভাগ উপস্থিত। কারিগরিতে ছাত্র ৩১৮ জন এবং ছাত্রী১১৮ জন সহ  মোট ৪৩৬ জনের মধ্যে ২০ জ০ন অনুপস্থিত । এর মধ্যে ছাত্রী ৩ জন।নাজিরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্র ৪৮ জন ও ছাত্রী ৩১ জন সহ মোট ৭৯ জনের মধ্যে ১ জন ছাত্র অনুপস্থিত। নাজিরপুর মরিয়ম মেমরিয়াল বালিকা বিদ্যালয় কেন্দ্রে ছাত্র ৩৭ জন ও ছাত্রী ৩১ জন সহ মোট ৯৮ জনের শত ভাগ উপস্থিত এবং শিকারপাড়া  সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ছাত্র ৯৭ ও ছাত্রী ১১৭ জনসহ মোট ২০৪ জনের মধ্যে ১৪ জন অনুপস্থিত। এর মধ্যে ১২ জন ছাত্রী।গুরুদাসপুর সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গির আলম মিঠু  এবং নাজিরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম জানান, পরিক্ষা আইন শৃংখলা মেনে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।আশা করা যাচ্ছে পরবর্তী পরিক্ষাগুলিও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে ইনশাল্লাহ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD