ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধিঃ
আগামী ইউপি নির্বাচনে অষ্টমনিষা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে এবারও নৌকার মাঝি হতে মাঠে ব্যাপক গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ। তিনি অষ্টমনিষা ইউনিয়ন তৃণমূলের নেতা কর্মীকে সুসংগঠিত করে অষ্টমনিষা ইউনিয়নের হারানো আওয়ামীলীগের ঐতিহ্য ফিরিয়ে আনতে দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি গত ইউপি নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থি হিসেবে নৌকা প্রতিক নিয়ে বিএনপি সর্মথিত প্রার্থির নিকট মাত্র ৫১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।
জানা গেছে, আব্দুল ওয়াহেদ ১৯৬০ সালের ৭ নভেম্বর অষ্টমনিষা ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বাছের উদ্দীন প্রাং ছিলেন বঙ্গবন্ধুর ভক্ত। বাল্যকাল থেকেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন আদর্শকে ভালোবেসে আওয়ামীলীগের ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন আব্দুল ওয়াহেদ । তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ। তিনি ১৯৬৮ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য । ১৯৭৭ সাল থেকে ২০০৩ সাল পযর্ন্ত বাংলাদেশ ছাত্রলীগ অষ্টমনিষা ইউনিয়ন শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৩ সাল থেকে বর্তমান সময় পযর্ন্ত বাংলাদেশ আওয়ামীলীগ অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ১৯৮৩ সাল থেকে ১৯৯৭ সাল পযর্ন্ত অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের পর পর ৩ বার নির্বাচিত ইউপি সদস্য। তিনি ২০০৩ সালে ও ২০১১ সালে দলীয় প্রার্থি হিসেবে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সর্বশেষ গত ২০১৬ সালের ইউপি নির্বাচনে দলীয় প্রতিক নৌকা পেয়ে নির্বাচনে প্রতিযোগীতা করে বিএনপি সর্মথিত প্রার্থির কাছে মাত্র ৫১ ভোটের ব্যবধানে পরাজিত হন। তিনি নির্বাচনে পরাজিত হলেও তিনি সবসময়ই মাঠে থেকেছেন এবং অধিকার বঞ্চিত দলীয় নেতা কর্মীদের পাশে থেকে অধিকার আদায়ে কাজ করেছেন।
তিনি বিগত জোট সরকারের সময়ে অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগকে সুসংগঠিক, দলীয় কর্মসূচী ও সিধান্ত বাস্তাবায়ন করার জন্য নানান সময়ে হামলা, পুলিশী হয়রানি, নির্যাতন ,অত্যচার ও আর্থিক ক্ষতির সম্মুক্ষিণ হয়েছেন।
কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর কারণে গত মার্চ থেকে লকডাউনের সময়ে অষ্টমনিষা ইউনিয়নে স্বাস্থ্য বিধি মেনে দুস্থ, অসহায়, কর্মহীন মানুষদের ব্যক্তিগত উদ্যোগে মাস্ক,নগদ অর্থ, চাউলসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেছিলেন।পাবনা-৩ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন এর দিকনিদের্শনা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে দিনরাত মাঠপর্যায়ে নির্বাচনী গণসংযোগ করেছেন।এবিষয়ে আব্দুল ওয়াহেদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রীর শেখ হাসিনা’র দর্শন বুকে লালন করে রাজনীতি করি। দল এবারও তাকে নৌকা প্রতিক দিয়ে পাঠাবেন বলে আশা প্রকাশ করে সুখে দুখে জনতার পাশে থাকারও প্রত্যায় ব্যক্ত করেন তিনি।