নিমন্ত্রণ

Spread the love
আমিনুল ইসলাম (আবদুল্লাহ) ।
সরল সোজা ভালো মানুষ
পাস না ডানে বায়
সিরাজী ভাষানীর সিরাজগন্জে আয়রে তোরা আয় |
কাজীপুরে ডাকবে তোদের ওই যমুনার তীর
যে মাটিতে বড় হলেন মোদের শ্রেষ্ঠ বীর |
তিনি মোদের গর্ব রে ভাই ক্যাপ্টেন মনসুর আলী
ঘাতক তাকে শইীদ করে, বুকটা করে খালি |
রায়গন্জে জয় সাগরদিঘী দেখতে পাবি আহা !
যে মাটিতে বাস করেছেন মহাদেব সাহা |
মাওলানা তর্কবাগীশের সলংগা বিদ্রোহ জানা
লাখো কৃষক জীবন দিয়ে ইংরেজদের করে কানা |
নাটোর যেতে চলনবিলে একটু যদি দাঁড়াস
দেখতে পাবি বেহুলার কূঁপ দেখতে পাবি তাঁড়াশ |
ফজলে লোহানী ফতেহ লোহানীর বাড়ি জানিস কই?.
উল্লাপাড়ায়,যেথায় পাবি সলপের ঘোল, দই |
মখদুম শাহ’র শাহজাদপুরে যাস রে যদি কেউ
রবীন্দ্র কাচারিতে দেখবি হাজার স্মৃতির ঢেউ |
তাঁতের শাড়ি কাড়ি কাড়ি দেখতে যদি চাস
রজনীকান্তের বেলকুচিতে দেখবি বারোমাস |
কামারখন্দে ছন্দে ছন্দে পাবি মনে সুর
বড় হলেন যেথায় যাদব বাবু মকবুলা মনজুর |
ভাষা সৈনিক আব্দুল মতিনের জানিস কোথায় ঘর ?
ধুবালীয়া গ্রামের নাম চৌহালির ওই চর ।
এনায়েতপুরে দেখবি ঘুরে খাজার দরবার
শত শত প্রতিষ্ঠান দেখতে পাবি আর |
সারাদিন ঘুরেও দেখার হবে নাতো শেষ
শেষ হবে না ওই যমুনার ভালবাসার রেশ |
করতোয়া হুরাসাগর ইছামতি নদী
বাসবে তোদের অনেক ভালো আসিস তোরা যদি |
একদিনে তো শেষ হবে না সপ্তাহ লাগবে দুই
নিমন্ত্রণ রইলো সবার আসিস রে ভাই তুই |
প্রচারে ও সংগ্রহে খোন্দকার ক্বারী মাওলানা মুহাম্মাদ আমিনুল ইসলাম (আবদুল্লাহ) ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD