কালাম আজাদ :নাটোরের গুরুদাসপুরে থানায় যোগদান করেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন। যোগদানের ২৫ দিনে মাদকের বিরুদ্ধে ৪৫টি মামলা রেকর্ড করেছেন। গ্রেপ্তার করে চালান দিয়েছেন ৫০ জন আসামীকে। এলাকায় মাদকের ছড়াছড়ি থাকলেও ইতিপূর্বে ৩ মাসেও এতো মামলা হয়নি থানায়।বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় এসব কথা জানান ওসি আব্দুল মতিন। গুরুদাসপুর থানায় যোগদানের পর প্রথম মাসিক আইন শৃংখলা সভায় অফিসার ইন চার্জ মোঃ আব্দুল মতিন নিজের পরিচয় দিয়ে থানার মাসিক অগ্রগতির প্রতিবেদনে মাদক প্রতিরোধে উল্লেখিত তথ্য উপস্থাপন করেন। ও সি মো; আব্দুল মতিন দ্যার্থহীন কন্ঠে বলেন, তার থানা সবার জন্য উন্মুক্ত।জিডি করতে কোন টাকা লাগবেনা।আমার কাছে কেউ অন্যায় আবদার করবেননা।কোন লাভ হবেনা। অভিযোগের পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।আইন আইনের গতেতে চলবে ,তদবিরে কোন কাজ হবেনা।আমি চেষ্টা করছি আপনাদের সেবা দিতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুলিশকে সেবাদানকারি প্রতিষ্ঠান হিসেবে বাস্তবায়নে আইনশৃংখলা রক্ষায় সর্বোচ্চ সেবা দিতে চাই আপনাদেরকে।
ও সি আব্দুল মতিন দুঃখ করে বলেন , মাদক দ্রব্য নিয়ন্ত্রনে শুধু পুলিশকে নিয়ে অনেক কথা বলা হয় কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রন দপ্তরকে নিয়ে কেউ কোন কথা বলেননা। তিনি মাদক দ্রব্য নিয়ন্ত্রনে পরবারে, সমাজে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সচেতনতামুলক কাজ করতে দায়িত্ববান সবার প্রতি আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল কুদ্দুস এমপি, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, ইউপি চেয়ারম্যান মো. শওকত রানা লাবু ও আলাউদ্দিন ভুট্টু এবং চলনবিল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক এম এম আলী আককাছ বক্তব্য রাখেন।সভায় নতুন ওসির মাদক বিরোধী কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করা হলেও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কঠোর সমালোচনা করেন বক্তারা।