তাড়াশ প্রতিনিধি :সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভিজিডি কর্মসূচি ২০২১-২০২২ চক্রের ষ্টাফদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ ২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার শুরু হয়েছে, চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় স্থানীয় পার্টনার এনজিও পরিবর্তন এই প্রশিক্ষণের আয়োজন করে।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতির ভাষন দান করেন। স্বাগত বক্তব্য দেন পরিবর্তন পরিচালক আবদুর রাজ্জাক রাজু। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নূর মামুন, তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস- উজ-জামান, উপপরিচালক রোখসানা খাতুন প্রমূখ। প্রশিক্ষণে উপজেলার ৮ ইউনিয়নের ৮ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন। সরকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ প্রশিক্ষণ পরিচালনা করেন।