বঙ্গবন্ধুকে হত্যা করে বিএনপি’র জন্ম – আব্দুল কুদ্দুস এমপি

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করে বিএনপি’র জন্ম হয়েছে। যারা গোলাম আযমের সাথে দেশবিরোধী যুদ্ধ করেছেন তারা হয়েছেন রাজাকার-আলবদর-আলশামস। আর বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা দেশ স্বাধীন করেছেন তারা হলেন মুক্তিযোদ্ধা।
শুক্রবার বেলা দশটায় গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেলের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় কুদ্দুস আরো বলেন, কৃষকদের ৮৮ভাগ ভর্তুকি যোগান দেয় সরকার। আশা করি কৃষকরা শেখ হাসিনার সরকারের সাথে বেঈমানি করবেন না। অথচ ক্ষমতায় থাকাকালীন বেগম খালেদা জিয়া কৃষকদের গুলি করতে বলেছিলেন। সে সময় নিহত হয়েছিলেন ১৮ জন নিরীহ কৃষক। তখন গুরুদাসপুরের বিএনপির নেতারা ৫৪০টাকা বস্তার সার এক হাজার ৩০০ টাকায় বিক্রি করেছিলেন। বক্তব্য শেষে প্রধান অতিথি আব্দুল কুদ্দুস খরিফ- ২ মৌসুমের কৃষি প্রণোদনার বীজ,সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ এর উদ্বোধন ঘোষণা করেন। গুরুদাসপুর কৃষি অধিদপ্তরের আয়োজনে ১১০জন কৃষককের মাঝে বিনামূল্যে পিঁয়াজ, পাট, মাসকলাই, রাসায়নিক সার বিতরণ করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD