আবুল কালাম আজাদ:নাটোরে ছাতনি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদের সরকারিভাবে ব্যবহৃত গাড়ি ভাংচুর করেছেন বলে থানায় মামলা হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে ।
নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান জানান, তিনি তার সরকারি গাড়ি নিয়ে গতকাল সকালে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিতে জেলা শহরে আসেন। সভা শেষে জেলা মহিলা আওয়ামী লীগের কর্মীসভায় যোগ দেন। সভা শেষে সার্কিট হাউসে নৈশ ভোজ শেষ করে কানাইখালী পুড়াতন বাসষ্ট্যান্ড এলাকার আমানা বিগবাজারের সামনে গাড়ি রেখে একটি পত্রিকা অফিসে যান। রাত ১১ টা ১০ মিনিটের দিকে ছাতনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান লোহার স্প্রিং দিয়ে হঠাৎ তার গাড়িতে হামলা করেন। গাড়ির সামনের কাচ ও কয়েকটি স্থানে আঘাত করেন।এ সময় তার গাড়ি চালক আবদুল বারেক, ব্যক্তিগত সহকারী আবদুল লতিফ ও আবু সালেহ মুহাম্মদ শামীম তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। তাৎক্ষণিক ঘটনাটি নাটোর সদর থানার পুলিশকে জানান তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে আসেন। তবে এর আগেই সাজ্জাদুর রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জানান, তিনি আইনজীবীর মাধ্যমে নাটোর সদর থানায় মামলা দায়ের করেছেন।গাড়ি ভাঙচুরের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত ছাতনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বলেন, এটা মিথ্যা অভিযোগ। তিনি (চেয়ারম্যান) যদি মনে করেন আমি তার গাড়ি ভাঙচুর করেছি; তাহলে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন। নাটোর সদর থানার ওসি মুনছুর রহমান বলেন, রাতে গাড়ি ভাঙচুরের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।