গুরুদাসপুর প্রতিনিধি:গুরুদাসপুর থানায় জিডি ও মামলা করতে টাকা লাগবে না। কেউ থানায় এসে সেবা না পেয়ে হয়রানি হলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আমি যতদিন দায়িত্বে আছি ততদিন কারো বেআইনি আবদার গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার নতুন অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন।
মঙ্গলবার রাত ৯টায় থানায় ওসির কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। গুরুদাসপুর থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। মাদকসহ সকল অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সও ঘোষণা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক আলী আককাছ, দৈনিক দিবারাত্রীর সম্পাদক মো. আতহার হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন