লুৎফর রহমান তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৯নং ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ৭০ গ্রাম হেরোইনসহ দ্ইুজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১২ এর সদস্যরা। আটককৃতরা হলেন, রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের মৃত: জব্বার মোল্লার ছেলে মোঃ আলতাফ মোল্লা (৪০) ও আব্দুস সোবাহান মন্ডলের ছেলে মোঃ জয়নাল (৩৬)।রোববার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শনিবার রাত আটটার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ সদর কোম্পানীর আভিযানিক দল, তাড়াশ উপজেলার ঢাকা- রাজশাহী হাইওয়ে রোডে ৯ নং ব্রীজের উপরে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে এক কেজি ৭০ গ্রাম হেরোইনসহ দুই জন র্শীষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে একটি মোটর সাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ দ্ইু হাজার টাকা উদ্ধার করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। পরে আটককৃতদের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।