গোলাম মোস্তফা
সিরাজগঞ্জের তাড়াশে টেলিফোন এক্সচেঞ্জের যান্ত্রিক ত্রুটির কারণে সবগুলো ফোন সংযোগ বিকল অবস্থায় পড়ে আছে। ফলে আশংকাজনক হারে কমে গেছে গ্রাহকের সংখ্যা। জানা গেছে, জনগুরুত্বপূর্ণ এ অফিসে জনবল সংকট রয়েছে। ১ জন লাইনম্যান দিয়ে চলছে অফিসের সব কার্যক্রম। আশির দশকে স্থাপিত টেলিফোন এক্সচেঞ্জের গ্রাহক সংখ্যা ছিলো ১৭৫ জন। এখন মাত্র ৩৯ জন রয়েছেন। সরকারি অফিস বাদে মাত্র ১টি স্বেচ্ছাসেবী সংগঠনে সংযোগ রয়েছে। ইদানিং অফিসটি অধিংকাশ দিন বন্ধ থাকে।
আবুল হোসেন নামে একজন বলেন, টেলিফোন সংযোগ বিকল হয়ে পড়ে থাকে মাস অবদি। অভিযোগ করে তা সহজে চালু হয়না। আবার নির্দিষ্ট সময়ে মধ্যে বিলের কাগজ পাওয়া যায়না। পরে জরিমানা গুণে বিল পরিশোধ করতে হয়। এসব কারণে তার টেলিফোন সংযোগটি বিচ্ছিন্ন করে নিয়েছেন। টেলিফোন অফিসের লাইনম্যান আব্দুল লতিব বলেন, এক্সচেঞ্জের যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগ বিকল হয়ে পড়ে আছে।
সরেজমিনে রবিবার বেলা ১১ টার দিকে দেখা যায়, টেলিফোন অফিস বন্ধ রয়েছে। এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা টেলিফোন এক্সচেঞ্জের সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, তাড়াশ টেলিফোন অফিসের নানারকম সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।