করোনা আতংক

Spread the love

আবুল কালাম আজাদ

বাড়ির মধ্যে, ঘরের মধ্যে
বাহিরে ,পথে-ঘাটে
হাটে-বাজারে, চায়ের ষ্টলে
অফিস-আদালতে
সভা-সমাবেশে
সবখানে সবার মুখে মুখে
কথায় কথায় ঘুরে-ফিরে
একই শংকায় তটস্থ বিশ^
সে যে শুধুই করোনা আত্কং।
ছেলে-মেয়ে,বুড়া-বুড়ি
সব বয়সের মানুষের মাঝে
বিরাজ করছে অহর্নিশি
জীবনের চেয়ে নাইকো দামী
আত্মীয়-পরিজন, পিতা-মাতা
স্বামী-স্ত্রী-পুত্র-কন্যা
সবই আজ হচ্ছে পর
কারো সাথে সংস্পর্শে
যাচ্ছেনা কেউ সংক্রমনের ভয়ে
সে যে শুধুই করোনা আতংক।
ধর্ম-বর্ণ আজ সবই নিয়ন্ত্রিত
সামাজিক কাজ হয়েছে বন্ধ
জন বিচরণ হয়েছে সীমিত
বেরুচ্ছেনা কেউ অপ্রয়োজনে
গৃহবন্দি বিশ^ আজ
লকডাউনের শৃংখলে
স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে
মরন ব্যাধির সংক্রমন ঠেকাতে
সে যে শুধুই করোনা আতংক।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD