তাড়াশে অক্সিজেন সংকটে মরে যাচ্ছে মাছ

Spread the love

গোলাম মোস্তফা : নি¤œচাপের প্রভাবে থেমে থেমে বৃষ্টি ও টানা তিনদিন রোদ না থাকায় অক্সিজেন সংকটে তাড়াশে মৎস্য খামারীদের পুকুরের মাছ মরে যাচ্ছে। এ কারণে চিন্তায় তাদের মাথায় হাত উঠেছে।
সরেজমিনে তাড়াশ পৌর এলাকার থানা পাড়া বাকিজা পুকুর, নতুন পাড়া ওয়াপদা পুকুর, কবরস্থান মধুসা পুকুর ও আসানবাড়ি কবরস্থান পুকুরে দেখা যায়, রাতভর মাছ মরে ভেষে উঠেছে। মৎস্যখামারীরা মরা মাছ তুলে আশপাশে ফেলে দিচ্ছেন।
খামারী শহিদুল ইসলাম, সোহানুর রহমান, আব্দুল বারেক, আব্দুল মজিদ ও বেল্লাল হোসেন জানান, গত বৃহস্পতিবার থেকে রোদের অভাবে পানিতে অক্সিজেনের ঘাটতি পড়ে মাছ মরে যাচ্ছে। কাতল ও সিলভার কার্প জাতীয় মাছই বেশি মরছে। এ ক্ষতি পোষাবার নয়।  উপজেলা মৎস্য কর্মকর্তা মসগুল আজাদ বলেন, সূর্যের আলো না পড়লে পানিতে উদ্ভিদ প্লাংটন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি বাধাগ্রস্ত হয়। এ সময়টাতে পুকুরে অক্সিজেন ট্যাবলেট দিতে হবে। তবে কোন খাদ্য দেওয়া যাবেনা।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD