লুৎফর রহমান: তাড়াশে জলাবদ্ধতা নিরসনের জন্য গত বৃহঃস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদশর্নে যান উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জমান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্ননাহার লুনা. উপজেলা প্রকোশলী বাবুল মিয়া, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, তাড়াশ মডেল প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।
উল্লেখ্য, অপরিকল্পিতভাবে যত্রতত্র অবৈধ পুকুর খননের কারণে সদর ইউনিয়নের মাধবপুর, মথুরাপুর, চক গোপিনাথপুর, বিদিমাগুড়া ও বোয়ালিয়া গ্রাম এলাকার বিস্তীর্ণ মাঠে বন্যার পানি আটকে রয়েছে। আশপাশের কৃষি জমি থেকে পানি নেমে গেলেও তাদের জমি কোমড় পানিতে তলিয়ে আছে। এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন, যারা অপরিকল্পিতভাবে যত্রতত্র অবৈধ পুকুর খনন করেছে তাদের বিরুদ্ধে আগামী ৭ দিনের মধ্যে পদক্ষেপ নিয়ে শিগগিরই জলাবদ্ধতা নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।