পরিবর্তনের ছোঁয়া গুরুদাসপুর থানায়

Spread the love

গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর থানায় দেড় বছরের মধ্যে থানার ভেতরে ও বাইরে অনেকটাই পরিবর্তন এসেছে। দৃষ্টিনন্দন হয়েছে থানা। থানা পুলিশের মানবিকতা, জনসচেতনতা, মাদক, অস্ত্র উদ্ধার, অপরাধ দমন, বিবিধ উদ্ধারের দৃশ্যসহ থানা প্রাচীরের সামনে লাগানো ফুলের গাছগুলো দেখে অনেকেই বলছেন পরিবর্তনের ছোঁয়া লেগেছে গুরুদাসপুর থানায়।
মানুষকে সচেতন ও জাগ্রত করতে এসব মাদক ও অস্ত্র উদ্ধারের ছবি পোস্টার করে থানার প্রাচীরে লাগিয়ে দিয়েছেন ওসি মোজাহারুল ইসলাম। থানার মুল ফটক দিয়ে ঢুকতেই বঙ্গবন্ধুসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইজিপি বেনজির আহম্মেদ এবং গুরুদাসপুর থানার মানবিক কর্মকান্ডের স্থিরচিত্র চোখে পড়ে। থানা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৯ সেপ্টম্বর থেকে চলতি বছরের ২৪ সেপ্টম্বর পর্যন্ত হিরোইন ৭৪ গ্রাম, ইয়াবা ৩৯৩ পিচ, গাজা সাড়ে ৩৬ কেজি, ফেন্সিডিল ১ হাজার ৩৯৬ বোতল মাদকদ্রব্য উদ্ধার করেছে থানা পুলিশ। অস্ত্র উদ্ধার ছাড়াও ওসি মোজাহারুল ইসলামের নেতৃত্বে ৩১০ জন মাদক বিক্রেতা ও সেবনকারীকে গ্রেপ্তার করে তাদের নাটোর কারাগারে পাঠানো হয়েছে।উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি অধ্যাপক আত্হার হোসেন বলেন, ওসি মোজাহারুল ইসলাম ২০১৯ সালের ৩ জুলাই যোগদানের পর থেকেই নিজের সৃজনশীল কর্মদক্ষতায় মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, ইভটিজিং, জঙ্গীবাদ মুক্ত একটি গুরুদাসপুর থানা গড়তে চেষ্টা করে যাচ্ছেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD