সলংগা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের তারুটিয়াতে অবস্থিত ভরসা ইট ভাটার মালিক রফিকুল ইসলাম ফকিরের বিরুদ্ধে দাদনের নামে নিরহ লোকদের হয়রানি,জমি দখল,বিভিন্ন ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদাবাজী করায় তাকে গ্রেফতারের দাবীতে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
গত শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা- বগুড়া মহাসড়কের হাটিকুমরুল থেকে পাচলিয়া পর্য›ন্ত ৩ কিলোমিটার এলাকা জুড়ে মানব-বন্ধন ও বিক্ষোভ সমাবেশে আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করে।মানববন্ধনে বক্তরা অভিযোগ করেন ২০১৮ সালে ভরসা ইট ভাটার শ্রমিক হত্যাকান্ডের শিকার হয়। কিন্তু ভাটার মালিক রফিকুল ইসলাম ফকির মামলাটি ধামাচাপা দেয়ার অপচেষ্টা করছেন। এছাড়া তার নেতৃত্বে এলাকায় চাঁদাবাজী,লুটপাট,জমি দখলসহ নানা অপকর্ম চলছে। বক্তারা আরো বলেন, রফিকের পিতা, ভাই বিএনপির নেতা কিন্তু রফিক সম্প্রতি আওয়ামীলীগে যোগ দিয়ে এলাকার নিরীহ লোকজনদের নিকট থেকে দাদনের নামে টাকা নিয়ে ইট এবং টাকা কোনটিও ফেরত না দিয়ে উল্টো হয়রানি করছে, ব্যাবসায়ীদের নিকট থেকে চাঁদাবাজী করছে,চাঁদা দিতে অস্বীকার করলে তার বাহিনীর লোক দিয়ে লুটপাট চালানো হচ্ছে।