তাড়াশে রাস্তা সংস্কার ও  রাস্তার নামকরণ প্রসঙ্গে

Spread the love

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তাড়াশ পৌর সদরে অনেক জরাজীর্ণ রাস্তা পরিলক্ষিত হয় । অথচ একটা এলাকার উন্নয়ন নির্ভর করে সে এলাকার যোগাযোগ ব্যবস্থার উপর। এই জরাজীর্ণ রাস্তাগুলো জনগনের চলাচলের জন্য সম্পূর্ণ অনুপোযোগী, একমাত্র ভূক্তভোগীরাই জানেন তাদের কত দুঃখ-কষ্ট। এ দুঃখ-কষ্ট লাঘব করার জন্য কলম হাতে ধরে কিছু লেখার চেষ্টা করছি মাত্র। আশায় বুক বাঁধি যদি কখনও এ রাস্তাটি সংস্কার কিংবা মেরামত করা হয়। তাড়াশ পৌর সদরের সোঁনালী ব্যাংক এর পাশ দিয়ে সোজা উত্তর দিকে যে রাস্তাটি চলমান সেটি ভাদাশের টি,এন্ড,টি চাররাস্তায় মিলিত হয়েছে যা বর্তমানে চলাচলের অনুপযুক্ত । অথচ মাত্র বছর ৩-৪ পূর্বে এ রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। নিম্নমানের কাজের জন্য রাস্তাটির বর্তমান এ বেহাল অবস্থা। ইতোমধ্যে রাস্তাটির কিয়দংশ বেদখলের কবলে পড়েছে। এ  যেন দেখার কেউ নেই। অথচ তাড়াশে মাননীয় সংসদ সদস্যসহ অনেক নেতানেত্রী আছেন যাদের এসব জনদুর্দশা দেখে জনস্বার্থে ব্যবস্থা গ্রহণের কথা।।

বর্তমানে তাড়াশ নবগঠিত পৌরসভা। অপরদিকে বিশ্ব তথা বাংলাদেশ যেখানে উন্নয়নের দিকে ধাবিত  হচ্ছে,সেখানে আশা করি তাড়াশ পৌর কর্তৃপক্ষ এ রাস্তা সংস্কারপূর্বক জনগনের উপকারার্থে তথা বাজার,-স্কুল,কলেজ,অফিস-আদালতে যাতায়াতের সুবিধার্থে যানবহন চলাচলের উপযোগী করে কাংখিত  এ রাস্তাটি সংস্কার করবেন। কারণ প্রতিদিন শতশত জনসাধারণ এ পথে চলাচল করে।

সেই সাথে ঐতিহ্যবাহী চলনবিলের তাড়াশের অন্যতম শিক্ষাবিদ ‘মরহুম অধ্যাপক বাহাদুর আলী’ সাহেবের নামে এ রাস্তার      নামকরণ করার প্রস্তাব করছি। অর্থাৎ সড়কটির নাম হতে পারে “অধ্যাপক বাহাদুর আলী সড়ক।  এটা  আমাদের এ এলাকার জনগনের প্রাণের দাবী। তাই আশা করি এ রাস্তা সংষ্কার এবং নামকরণে তাড়াশ  পৌর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন যথাযথ দৃষ্টি দেবেন।

 

মোঃ ফজলে খোদা (বাবু)

বি,এ (অনার্স) এম,এ

পৌর সদর/পূর্ব পাড়া

তাড়াশ, সিরাজগঞ্জ।

মোবাইল নং-০১৭১৯-০৭৫৬২৬

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD